আস সালামুয়ালাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো। আজকে আমি আলোচনা করবো "কত ভিউতে কত ডলার"। আসলে এই কত ভিউতে কত ডলার এই কথাটাই মোটামুটি অযোক্তিক। কারন ইউটিউব আপনার ভিডিও ভিউয়ের জন্য কোনো টাকা দেবে না। আপনার চ্যানেল যদি adsense করা হয় তাহলে ইউটিউব কতৃপক্ষ আপনার ভিডিওতে এডব বসাবে। এবং এড এ ক্লিক অনুসারে আপনার একাউন্টে ডলার জমা হবে। একেpay per click /cost of per click বলে।









আমার ক্লাস ফ্রেন্ডরা এব্যপারে আমার সাথে অনেক তর্ক ও করেছে। তাদের ধারনা আমরা ভিডিও ভিউয়ের জন্য যে মেগাবাইট খরচ করি তার একটি নির্দিষ্ট অংশের টাকা ইউটিউব পায়।এবং ভিউ অনুসারে তার চ্যানেল মালিক কে তার কিছু পারসেন্ট দেয়।আসলে এ ধরনের  চিন্তা করাটা অস্বাভাবিক কিছু নয়। একসঅময় আমার ও এরকম ধারনা ছিল। কিন্তু আমাদের কোনো একটা বিষয়ে পুরোপুরি না জেনে কারো সাথে তর্ক করা  উচিত নয়।
তো আশা করি কত ভিউতে কত এই কথার অসারতা বুজতে পেরেছি। তো আজকের মত বিদায়।