আসসালামু আলাইকুম। পাঠক আমি রবি। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়।চ্যানেল খোলার আগে ইউটিউব সম্পরকে কিঞ্চিত জেনে নেয়া দরকার। ইউটিউব সারা বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট। সার্চ ইঞ্জিন হিসেবে গুগল এর পরের স্থান দখল করে আছে। প্রতি মিনিটে প্রায় লক্ষাধিক মানুষ এতে নানা রকম বিষয়ে সার্চ করছে। এবং যুক্তরাষ্ট্রের মত দেশ ও ৯% ব্যবসায়ীরা ইউটিউবে ব্যবসা করছে। তো পাঠক বুজতেই পারছেন ইউটিউব আউটসোর্চিং এর জন্য বিশাল বড় মার্কেট প্লেস। চলুন একটা ইউটিউব চ্যানেল খুলেই ফেলি।

প্রথমত একটি ব্রাইজারে গিয়ে ইউটিউব এ যাই।তার পর এরকম দেখতে পাবেন।।
এবার সাইন ইন[sign in ]এ ক্লিক করলে এরকম দেখতে পাবেন।।

আপনার ইমেইল দেয়ার পর নেক্সট [next]এ ক্লিক করুন।
এবার এন্টার পাসওয়ার্ড [enter password] এ আপনার পাসওয়ার্ড টি বসান। এর পর নেক্সট এ ক্লিক করুন।

ব্যস হয়ে গেল আপনার ইউটিউব চ্যানেল।